স্কুলে খেলার ছলে মারামারি দুই বন্ধুর। কিন্তু সেই খেলাই যে প্রাণ কেড়ে নেবে, তা বোধ হয় ভাবা যায়নি। ক্লাসের মধ্যে বন্ধুর ঘুষিতেই প্রাণ হারাল একাদশ শ্রেণির এক ছাত্র (Class 11 Student)। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের (Diamond Harbor) ধনবেড়িয়া হাই স্কুলে। মৃত ছাত্রের নাম মলয় হালদার।
পরিবার সূত্রে খবর, দুই বন্ধু সায়ন চক্রবর্তী ও মলয় হালদার ওই স্কুলে একাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্র। সোমবার দ্বিতীয় পিরিয়ডের পর মলয় ও সায়ন, নিজেদের মধ্যে খেলার ছলেই মারামারি করছিল। সায়নের ঘুষি মলয়ের কানের নিচে এসে লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মলয়। শিক্ষকরা এসে তড়িঘড়ি ওই ছাত্রকে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। আটক করা হয়েছে সহপাঠী সায়ন চক্রবর্তীকে।
আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই দক্ষিণের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন মলয়ের বাবা মা। স্কুলের মধ্যে এই ঘটনা কীভাবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের নজর এড়িয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।