ঘূর্ণিঝড় অশনির (Cyclone Asani) আশঙ্কা উপকূলবর্তী রাজ্যগুলিতে। দিঘায় (Digha) ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক প্রশাসন। উৎসাহী হয়ে যাতে কোনও পর্যটক সমুদ্রে না নামেন, তা নিয়ে বারবার মাইকে সতর্ক করা হচ্ছে। প্রস্তুত মেদিনীপুর জেলা প্রশাসন। উপস্থিত আছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।
ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে (Coastal Area) ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। তার জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। দিঘা উপকূলের ৬৮ কিলোমিটার উপকূলবর্তী জেলাজুড়ে সতর্ক করা হচ্ছে পর্যটকদের। দত্তপুর, বিলামুড়িয়া, তালগাছাড়ি-সহ একাধিক গ্রামে মাইকিং করা হয়েছে। জেলার ২৫টি ব্লকেই খোলা হয়েছে কন্ট্রোল রুম (Control Room)। চার মহকুমা ও জেলাশাসকের দফতর থেকেও চলছে নজরদারি।
আরও পড়ুন: বাংলাকে স্বস্তি দিয়ে পথ বদল অশনির, রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা
মঙ্গলবার সকাল থেকে কখনও রোদ, কখনও বৃষ্টি দীঘা উপকূলে। পর্যটকদের সমুদ্রে নামতে না দেওয়ায় কিছুটা হতাশ। তবে প্রশাসনের বিধিনিষেধ মেনেই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছেন পর্যটকরা। উপকূলবর্তী থানা হলদিয়া, নন্দীগ্রাম, তালপাটি, খেজুরি, জুনপুট, মন্দারমনি, দিঘা মোহনা, দিঘা থানার পুলিশ প্রচার চালাচ্ছে। সবধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য NDRF-এর দুটি টিম ও SDRF-এর দুটি টিম আছে। সব মিলিয়ে ১০০ জন আছেন ওই চার টিমে।