ফের বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার আর কোনও রাজনৈতিক দল নয়। বিতর্কিত মন্তব্য করলেন নির্বাচন কমিশনকে নিয়ে। নাম না করে নির্বাচন কমিশনের দফতরকে 'মেসোর বাড়ি' বলে উল্লেখ করেন দিলীপ ঘোষ। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
কী হয়েছে?
বৃহস্পতিবার সকালে ইকো পার্কে হাঁটতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে বিতর্কিত মন্তব্য করা নিয়ে তাঁকে শো-কজ করেছে নির্বাচন কমিশন। সেবিষয়ে দিলীপের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। সেখানেই ওই মন্তব্য করেন BJP প্রার্থী।
কী বলেছেন দিলীপ ঘোষ?
"এটা রুটিন প্রোগ্রাম। যথারীতি আমার আইনজীবীরা দেখছেন। চিঠি তৈরি আছে। আমরা পাঠিয়ে দেব। আইনের কথা আইনিভাবে হবে। কিন্তু আমার অবাক লাগল একটা চিঠি দিতে দশ জন গেছে টিএমসির। কী এমন ঘটেছে যে সকালে উঠে মেসোর বাড়ি গিয়েছ? তোমরা তো রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, নাড্ডার নামে বলেছ। আমরা তো মেসোমশাইয়ের কছে যাই না। বলি না মেসোমশাই কান মুলে দিন।"