তৃণমূল নেতাদের (TMC Leaders) পিছনে পেট্রল দিয়ে মজা দেখার নিদান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বুধবার বাঁকুড়ায় 'ভয় মুক্ত বাংলা ও হিংসা মুক্ত রাজনীতি'-র দাবিতে পদযাত্রা করেন তিনি। আলুর দামবৃদ্ধি নিয়ে শাসকদল তৃণমূলকে আক্রমণ করেন প্রাক্তন রাজ্য সভাপতি। সেখানেই তিনি জানান, পেট্রলের দাম বাড়লে তেমন কিছু সমস্যা হয় না। মানুষ পেট্রল খায় না। কিন্তু মানুষ যে আলু (Potato Price Hike) খায়, তার দাম এখন আকাশছোঁয়া।
দিলীপ ঘোষ জানান, "আগে আলুর দাম ছিল কিলো প্রতি ১৫-২০ টাকা। সেই আলুর দাম এসে দাঁড়িয়েছে ৩৫-৪০ টাকা। আলু তো আর রাশিয়া-ইউক্রেন থেকে আসে না।" দিলীপ ঘোষের দাবি, "আলুর দাম একশো শতাংশ বেড়েছে। সেখানে ৯০ টাকার পেট্রল ২৫ শতাংশ বেড়ে হয়েছে ১১৫ টাকা।" তারপরই দিলীপের যুক্তি, "পেট্রল তো কেউ খায় না। আলু সবাই খায়। ছোটবেলায় বদমায়েশি করে কুকুরের পিছনে পেট্রল দিতাম। এখন তৃণমূল নেতাদের ধরে তাঁদের পিছনে একটু পেট্রল দিয়ে দিন। কেমন দৌড় দেবে দেখুন। তারপর তাদের জিজ্ঞাসা করুন, কেমন মজা!" এরপরই দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে জানান, "আলু, ঢেঁড়স, ঝিঙের দাম কমাতে পারছ না। পেট্রল তো অনেক দূর।"
আরও পড়ুন: চার্চিলের সঙ্গে মমতার তুলনা, মুখ্যমন্ত্রীর পুরস্কার নিয়ে মত ব্রাত্য-সুবোধদের
প্রসঙ্গত, পেট্রলের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের দিকেই নিশানা করেছিলেন। এরপর সাংবাদিক বৈঠক করে জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যেরও তীব্র নিন্দা করে তৃণমূল। বাঁকুড়ার তৃণমূল নেতা শ্যামল সাঁতরা বলেন, "বিজেপি নেতাদের এই কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য বাংলার মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছে। একের পর এক ভোটের ফলেই তা পরিষ্কার।"