মতুয়া(Matua) ক্ষোভ প্রশমিত করতে এবার বার্তা দিলেন বিজেপির(BJP) সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ(MP Dilip Ghosh)। সোমবার ইকো পার্কে(Eco Park) তিনি জানান, 'শুধু মতুয়ারাই নন, পূর্ববঙ্গ থেকে বাংলায় আসা প্রায় তিন কোটি মানুষ নাগরিকত্বের(Citizenship) সুবিধা পাবেন।'
বেশ কিছুদিন ধরেই বিজেপির(BJP) বিভিন্ন কমিটিতে মতুয়াদের(Matua) প্রতিনিধি না থাকায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর(Shantanu Thakur) সহ বেশকিছু বিধায়ক(MLA) ক্ষোভ প্রকাশ করেন। ভোট মিটে যাওয়ার পরেও কেন তাঁদের দাবি-দাওয়া নিয়ে বিজেপি(BJP) সক্রিয় হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে মতুয়া(Matua) শিবিরে। এর পাশাপাশি রবিবার মতুয়া মহাসঙ্ঘের বৈঠকে আবার সিএএ(CAA) কার্যকর করাতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে রাজ্য বিজেপি(BJP West Bengal) ।
আরও পড়ুন- Abhishek Banerjee: গোয়ায় চারদিনের সফরে অভিষেক, আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সম্ভবনা
প্রসঙ্গত, ২০২১ বিধানসভা ভোটের আগে ঠাকুরনগরে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) নাগরিকত্ব আইন(CAA) নিয়ে আশ্বাস দেন। কিন্তু ভোট মিটে যাওয়ার পর সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) লোকসভায় জানান, এই মুহূর্তে সিএএ(CAA) প্রয়োগ করা হবে না। এরপরই মতুয়া(Matua) সমাজে ক্ষোভ জমতে শুরু করে।