রাজ্যে ঊর্ধ্বমুখী করোনাগ্রাফ(Coronavirus)। আর এর মধ্যেই রাজ্যের পুরসভাগুলিতে(Municipality) আলাদা আলাদা করে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবার এই প্রসঙ্গে রাজ্য সরকারকে দুষলেন বিজেপি(BJP) নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh)।
সোমবার প্রতিদিনের মতোই ইকো পার্কে(Eco Park) প্রাতঃভ্রমণে এসেছিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সেখানেই তিনি জানান, বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে(West Bengal) কোভিড বাড়েনি। তখন মহারাষ্ট্র(Maharastra), দিল্লিতে(Delhi) কোভিড বাড়ছিল। কিন্তু তা সত্ত্বেও বারবার রাজ্য সরকারের তরফে নির্বাচন বন্ধের কথা বলা হয়।
দিলীপ ঘোষ(Dilip Ghosh) আরও বলেন, ভোট লুট করার জন্যই রাজ্য সরকারের তরফে আলাদা আলাদা করে পুরসভার ভোট করানো হচ্ছে। তবে রাজ্যে এভাবে করোনা(Corona) বাড়তে থাকলে পুর-নির্বাচন বন্ধ করা উচিত বলেই জানিয়েছেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)।
বিজেপির(BJP) সর্বভারতীয় সহ-সভাপতি কথায়, রাজ্য সরকার পুরসভাগুলির ভোট চায় না বলেই বারবার পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভোট। করোনা পরিস্থিতিতে ৩৫% পুরসভায় যদি ভোট না হয়, তাহলে রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোট কবে হবে, সে নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)।