'মানুষকে বোকা বানানোর চেষ্টা। একটি পরিবারকে বাঁচানোর চেষ্টা। কংগ্রেসের মতোই শেষ হবে তৃণমূল।' তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের আগে তৃণমূলকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। উল্লেখ্য, নানা মন্তব্যের জন্য বিতর্কের মুখে পড়েছেন এই বিজেপি নেতা। এবার তাঁর এই মন্তব্যে নয়া বিতর্ক সৃষ্টি হল বলেই মত রাজনৈতিক মহলের।
২৯ অগাস্ট, সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রকাশ্য সমাবেশ হবে। গান্ধীমূর্তির পাদদেশে মঞ্চ থেকে বার্তা দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে টুইটে তাঁর বার্তা, "তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ছাত্রদের সাফল্যের জন্য অসংখ্য শুভেচ্ছা। তাদের অক্লান্ত পরিশ্রম ও তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান অমূল্য। তোমরা সব সময় আমাদের গর্ব। মানুষের জন্য লড়াই করো। দেশের জন্য লড়াই করো। হাল ছেড়ো না।" এবার ঐতিহাসিক সমাবেশ করতে চাইছে তৃণমূল ছাত্র পরিষদ। ২৪ বছরে পা দিয়েছে তৃণমূল ছাত্র সংগঠন। লক্ষ্য ২০২৪ নির্বাচনে দলের শক্তি হিসেবে কাজ করা।
আরও পড়ুন- TMCP Foundation Day 2022: ২৪-এ লক্ষ্য ২৪, আজ গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ