ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় CBI তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি মধুরেশ প্রসাদ এই নির্দেশ দিয়েছেন।
GTA আওয়াভুক্ত এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে আগেই CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।
বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে রাজ্যের তরফে অ্য়াডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, গত ৯ এপ্রিল আদালতে যে দুটি চিঠি জমা পড়েছে তা ভিত্তিহীন। এমনকি রাজ্য সরকারও দুর্নীতির তদন্ত করার জন্য মামলা দায়ের করেছে। সেকারণে আদালতের কাছে তদন্তের সময় বৃদ্ধির দাবি করেন তিনি।
কয়েকদিন আগে GTA মামলাতেই কিছু দিন আগে বিধাননগর উত্তর থানায় FIR দায়ের করেন। সেখানে পার্থ চট্টোপাধ্যায়. তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম রয়েছে।