কোচবিহারে হাতে গোনা কয়েকটি জায়গায় বারোয়ারি কালী পুজো হয়। তার মধ্যে অন্যতম একটি পুজো হল তুফানগঞ্জ শহরের ৫ নং ওয়ার্ডের চৌরঙ্গী ক্লাবের কালীপুজো। এই পুজোয় সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন। কারণ প্রতিবছরই দেবাশীষ বর্মা, আশিস বর্মন, উৎপল রায়েদের সাথে কালীপুজোর আয়োজনে ব্যস্ত থাকেন সিরাজুল ইসলাম, আইজুল ইসলাম ও মিজানুর রহমানরা ।
এবারে চৌরঙ্গী ক্লাবের কালীপুজো সুবর্ণ জয়ন্তীতে পা রাখতে চলেছে।চৌরঙ্গী ক্লাবের কালীপুজোর এবারের থিম পাতাল পুরীর মা। অর্থাৎ পাতালের অশুভ শক্তি ও তার বিনাশের চিত্র ফুটে ওঠবে চৌরঙ্গী ইউনিটের মণ্ডপ সজ্জায়। প্লাইউডের মধ্যে টায়ার টিউব দিয়ে ডিজাইন তৈরি হচ্ছে পুজো মন্ডপ। চৌরঙ্গী ইউনিটের কালীপুজোর এবারের বাজেট প্রায় সাত লক্ষ টাকা। মণ্ডপ সজ্জায় বিশেষত্ব ছাড়াও সুবর্ণ জয়ন্তীর বিশেষ আকর্ষণ থাকছে মণ্ডপের পাশে থাকা চারটি রাস্তায় রূপম মালির বিশেষ ধরনের আলপনা। যা দর্শণার্থীদের মন কাড়বে বলে মনে করছেন পুজো কমিটির উদ্যোক্তারা।
পুজো কমিটির সম্পাদক দেবাশীষ বর্মা বলেন, 'আমাদের কালীপুজোর ব্যস্ততা শুরু হয়েছে দিন দশেক আগে। হিন্দুদের পুজো হলেও আমাদের ক্লাবের সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকরা পুজোয় সহযোগিতা করেন। চৌরঙ্গী ক্লাবের পুজো কমিটির কোশাধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দুদের পুজো বলে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমার মতো অনেকেই আমাদের কালীপূজোর আয়োজনে সামিল হয়েছি।