নাইট ডিউটিতে থাকা ট্রেনি মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু। ঘটনাটি ঘটেছে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। এমার্জেন্সি বিল্ডিংয়ের চার তলায় সেমিনার হলে দেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় ওই চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এসেছে ফরেনসিক টিমও।
হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলা চিকিৎসক আরজি করে সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিলেন। এদিন সকালে হাসপাতাল কর্মীরাই ওই চিকিৎসকের দেহ খুঁজে পান। সহকর্মী ও চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, দেহে আঘাতের চিহ্ন রয়েছে। সহকর্মীরা জানিয়েছেন, মৃত চিকিৎসকের দেহে কোনও পোশাক ছিল না। নিয়ম মেনে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ। এই নিয়ে মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ।