২৯ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গেই পারফর্ম করবেন দীক্ষামঞ্জরীর ছাত্রছাত্রীরা।
এর আগেও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন ডোনা৷ এই বছর যে গানের সঙ্গে তিনি নাচবেন, সেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা গান- 'এই পৃথিবী একটাই দেশ'। গানটি গেয়েছেন পলক মুছল। ডোনার সঙ্গে ১৫০ থেকে ২০০ জন ছাত্রছাত্রী পারফর্ম করবেন উদ্বোধনী অনুষ্ঠানে।
আগামী ৫ ডিসেম্বর উদ্বোধন হবে কলকাতা চলচ্চিত্র উৎসবের। অন্যবারের মতো এ বার উপস্থিত থাকতে পারবেন না বলিউডের দুই সুপারস্টার অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। তবে উৎসবের জেল্লা তাতে কমছে না৷ থাকছেন সলমন খান, কমল হাসন, অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিন্হা, সোনাক্ষী সিন্হার মতো একঝাঁক নক্ষত্র।