তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল। আর জঙ্গল খোলার প্রথমদিন থেকেই ভিড় জমাচ্ছেন পর্যটকরা। দীর্ঘদিন পর ফের জঙ্গল সাফারি করতে পেরে খুশি পর্যটকরা। তবে জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদের এবার কিছু অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। সেইসঙ্গে ক্যামেরা নিয়ে প্রবেশের ক্ষেত্রেও দিতে হচ্ছে বাড়তি টাকা।
প্রতি বছর জুন মাসের ১৬ তারিখ থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া সহ বিভিন্ন জঙ্গল। কারণ বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজননের জন্য আদর্শ সময়। আর সেকারণেই বন্ধ থাকে সাফারি। সেকারণে তিন মাস পর ফের শুক্রবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হল জঙ্গল।
এদিকে ইতিমধ্যে ডুয়ার্সের বিভিন্ন হোটেল, রিসোর্টে পর্যটকদের বুকিং আসতে শুরু করেছে। ফের ভালো ব্যবসা হবে বলে আশাবাদী পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।