থিমের ভাবনায় অভিনবত্ব এনে দর্শনার্থীদের নজর কাড়ার চেষ্টা করে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গের পুজো কমিটিগুলোই। ক্লাবের সুবর্ণজয়ন্তীতে ডুয়ার্সবাসীকে চমক দিতে ধূপগুড়ি শহরের উত্তরায়ন কালচারাল এন্ড অ্যাথলেটিক ক্লাবের এই বছরের থিম রামমন্দির।
উত্তরপ্রদেশের রাম মন্দির তৈরি হতে এখনও কয়েক বছর দেরি রয়েছে। আর রাম মন্দির দেখতে কেমন হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে সকলের। তাই রামমন্দির সম্পর্কে দর্শনার্থীদের মনে ধারনা তৈরি করতেই এই প্রয়াস।
বাইরে থেকে মণ্ডপটি দেখতে অবিকল অযোধ্যায় রাম মন্দিরের একটি ক্ষুদ্র সংস্করণ। বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপটি। রাম মন্দিরের মতো দেওয়ালে পাথরের রূপ দিতে ব্যবহার করা হয়েছে মন্দিরের পাথরের রঙের গেরুয়া কাপড়। মন্দিরের পিলারগুলিতে রয়েছে নিখুঁত শিল্পকর্ম।
মন্দিরের চূড়ায় উড়ছে গেরুয়া রঙের পতাকা। আর মন্দিরের ভিতরে অধিষ্ঠান করছেন দেবী দুর্গা। এই বছর শুধু মণ্ডপ সজ্জায় নয়। চমক দেওয়া হয়েছে প্রতিমা তৈরিতেও। ইহুদি স্টাইলে তৈরি করা হয়েছে প্রতিমা। মহিষাসুরকেও দেওয়া হয়েছে ইহুদি লুক। আর মণ্ডপের ভিতরে টাঙানো রয়েছে একাধিক হাতে আঁকা ছবি। যে ছবিগুলি রামায়ণের বিবরণ দিচ্ছে।
কোনও ছবিতে দেখা যাচ্ছে লক্ষ্মণের জন্য গন্ধমাদন পর্বত তুলে নিয়ে যাচ্ছেন হনুমান। আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে যুদ্ধ করছেন রাম। কোথাও আবার সীতাকে অপহরণ করছেন রাবণ। আবার কোনও ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে সীতার পাতাল প্রবেশ। আবার পরপর কিছু ছবি মিলিয়ে তুলে ধরা হয়েছে পঞ্চবটি বনের মনোরম দৃশ্য।