দিন কয়েক আগে পর্যন্তও সকাল হলেই আকাশের মুখ ভার হয়েই ছিল, শরতের ছিটেফোঁটাও আমেজ ছিল না আকাশে বাতাসে। তবে সেই মেঘ ধীরে ধীরে কেটেছে। মহালয়ার পর থেকেই যেন পুজো পুজো গন্ধটা জেঁকে বসেছে চারিদিকে। তবে এবার বঙ্গবাসীর বেজায় মন খারাপ। নিম্নচাপের ভ্রূকুটি, তার উপর পুজোয় বৃষ্টি, কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
পুজোর আনন্দে জল ঢালবে বৃষ্টি? কিছুটা স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। পুজোর চারদিন বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাই ব্যাগে ছাতা রাখাটা আবশ্যিক। তবে এই বৃষ্টি প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া কিছুতেই বাঁধ সাধবে না।
শনিবার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির পরিমাণ খানিক কমবে। তবে আংশিক মেঘলাই থাকবে আকাশ। ৬ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে ৯ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ ১০ অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে ১৩ অক্টোবর একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা ৷
আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৭ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ২ মিলিমিটার।