বকেয়া ডিএ-র (DA) দাবিতে উত্তাল রাজ্য রাজনীতি। কলকাতা সহ সব জেলাতেই চলছে কর্মবিরতি। এর মধ্যেই তৃণমূলের (TMC) শিক্ষক সেল থেকে ইস্তফা দিলেন ১৮ জন শিক্ষক। যে গণইস্তফার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির (Jalpaigiri) তৃণমূলের অন্দরে।
সূত্রের খবর, বানারহাট (Banarhat) ব্লকের অন্তর্গত দুরামারি চন্দ্রকান্ত হাই স্কুলের এই ১৮ জন শিক্ষক তাঁদের পদত্যাগ পত্র তুলে দেন স্কুলের শিক্ষা সেলের সভাপতি হাবিবুল ইসলামের হাতে। জানা গিয়েছে, বকেয়া ডিএ এবং স্বচ্ছ নিয়োগের দাবিতেই জলপাইগুড়ির তৃণমূলের শিক্ষা সেলর ১৮ জন শিক্ষক পদত্যাগ করেছেন।
আরও পড়ুন - 'শরীর ভাল নেই', হাসপাতালে এসে জানালেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, পরবর্তী শুনানি ৩ মার্চ
গত ১৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনেই সরকারি কর্মচারিদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, মার্চ মাসের বেতনের সঙ্গেই এই ভাতা পাবেন সরকারি কর্মচারিরা। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি।