উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বিস্ফোরণের (Duttapukur Blast) ঘটনায় মৃতদের বেশিরভাগই মুর্শিদাবাদের (Murshidabad) বাসিন্দা । পুলিশ সূত্রে খবর, মৃত আটজনের মধ্যে ৬ জনই মুর্শিদাবাদে সুতি থানার অন্তর্গত ২ নম্বর জগতাই অঞ্চলের নতুন চাঁদরা গ্রামের বাসিন্দা । সেখানে বিস্ফোরণের খবর পৌঁছতেই রবিবার রাত থেকেই গ্রামের পরিবেশ থমথমে । কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন ।
এদিকে, পুলিশের অনুমান মুর্শিদাবাদ থেকে ওই মৃতদের দত্তপুকুরে নিয়ে যাওয়ার পিছনে রয়েছেন জেরাত আলি । তাঁর নাকি ছোট-খাটো কাপড়ের দোকান মুর্শিদাবাদের একাধিক এলাকায় । তাঁর নামে রয়েছে বেনামি সম্পত্তি । জমি-জায়গাও রয়েছে অনেক । হঠাৎ জেরাত সাধারণ থেকে কীভাবে ফুলে ফেঁপে উঠলেন,সেটাই বিস্ময়ের ব্যাপার । আসলে নেপথ্যে ছিল ‘বোমা মশলা এবং বোমা বানানো শ্রমিক সরবরাহের সিন্ডিকেট’ । পুলিশের সন্দেহ, ওই শ্রমিকদের মুর্শিদাবাদ থেকে জেরাতই পাঠিয়েছিল দত্তপুকুরে বাজির কারখানায় কাজ করতে ।
আরও পড়ুন, Duttapukur Blast: দত্তপুকুর বিস্ফোরণে গ্রেফতার কেরামতের সহযোগী শফিক আলি
শ্রমিকদের পরিবারের অভিযোগ, কী কাজে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে জানানো হয়নি । বলা হয়েছিল মিস্ত্রির কাজে । কিন্তু, তার মধ্যেও ধোঁয়াশা ছিল, পরিষ্কার ছিল না বিষয়টা । তবে, ভাল মাইনেও দেওয়া হত ওই শ্রমিকদের ।