রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য DVC-কেই দায়ি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি নাকচ করে দিয়ে DVC জানিয়েছে, রাজ্যকে জানিয়েই জল ছেড়েছে তারা।
বিগত কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। তার সঙ্গে DVC জল ছাড়ায় নিম্ন দামোদর এলাকার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। বুধবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পাঁশকুড়া গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মেন মেড বন্যার তত্ত্ব খাড়া করেছিলেন। তাঁর অভিযোগ, না জানিয়েই জল ছেড়েছে DVC। প্রয়োজনে DVC-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছিলেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুরুলিয়া-ঝাড়খন্ড বর্ডার সিল করল জেলা পুলিশ। জেলার একাধিক থানা এলাকার সঙ্গে ঝাড়খন্ডের যোগ থাকা সব নাকা পয়েন্টে পুলিশ সিল করে দেয়। ফলে ঝাড়খণ্ড থেকে এই রাজ্যের উদ্দেশ্যে আসা কয়েকশ পণ্যবাহী গাড়ি আটকে পড়ে।
এদিকে ত্রিপল ও অন্যান্য ত্রাণ না পেয়ে বিক্ষোভে সামিল হলেন পুরশুড়া ব্লকের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও কয়েকজন মাত্র ত্রাণ পেয়ছেন। বাকিদের খোলা আকাশের নীচে দিন কাটাতে হচ্ছে।
এদিকে ভাগীরথী নদীতেও বেড়েছে জলস্তর। যার ফলে পূর্ব বর্ধমান এবং নদীয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট বন্ধ করে দিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়েছে ওই পরিষেবা।