ফের জল ছাড়ল DVC। তার ফলে দামোদর সহ একাধিক নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
DVC সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকালের পর থেকে মাইথন ব্যারাজ থেকে ১০ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৬৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এর আগেই শনিবার সকালে পাঞ্চেত জলাধার থেকে ১ লাখ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। এর ফলে জল বেড়েছে জলাধারগুলিতে। সেকারণে রাজ্যের বিভিন্ন জলাধারগুলিতে যাতে অতিরিক্ত চাপ না পড়ে তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
এদিকে DVC সূত্রে খবর, নতুন করে আরও ১ লাখ কিউসেক জল ছাড়া হতে পারে। এর ফলে বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হতে পারে। যদিও এবিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে নবান্ন। তাদের তরফে অভিযোগ করা হয়েছে, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই এবিষয়ে একক ভাবে সিদ্ধান্ত নিচ্ছে DVC।
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ও সোমবার নতুন করে বৃষ্টি হবে না। ফলে DVC, মাইথন, পাঞ্চেতের মতো ব্যারাজগুলিতে জলের চাপ সেভাবে বৃদ্ধি পাবে না।