ট্রেনের স্টপেজ বাড়াচ্ছে পূর্ব রেল । তবে, মাত্র ১১ দিনের জন্য । উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ । মোট ২১টি ট্রেনের স্টপেজ বাড়ানো হচ্ছে ।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন, শিয়ালদহ থেকে কাটোয়া যাওয়ার ট্রেন ও শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার ট্রেনগুলি অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে । সকাল ৮টা থেকে ৯টা ৪৫ ও দুপুর ১টা থেকে দুপুর আড়াইটের মধ্যে যে ট্রেনগুলি যাবে, সেগুলিই অতিরিক্ত স্টেশনে স্টপেজ দেবে ।
জানা গিয়েছে, শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর শাখার ট্রেনগুলি পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা ইত্যাদি স্টেশনে দাঁড়াবে । অন্যদিকে, বনগাঁ শাখায় সংহতি ও বিভূতিভূষণ হল্টেও ট্রেন দাঁড়াবে । যে দিনগুলিতে অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে, সেগুলি হল, ১৭ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি ও ২৯ ফেব্রুয়ারি ।
উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে । ইতিমধ্যেই রাজ্যজুড়ে পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । পরীক্ষার প্রশ্নপত্র যাতে কোনওভাবে ফাঁস না হয়, তার জন্য সবরকম সতর্কতা অবলম্বন করা হয়েছে । পরীক্ষা শেষ হচ্ছে ২৯ ফেব্রুয়ারি । পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে । পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে । চলবে দুপুর ১টা পর্যন্ত ।