এক সপ্তাহ কোনও নির্বাচনী প্রচার করতে পারবেন না পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendra Nath Chakroborty)। তাঁর ভাইরাল ভিডিয়ো ক্লিপের পর এমনই নির্দেশ নির্বাচন কমিশনের (Election Commission)।
প্রসঙ্গত, একটি ভাইরাল ভিডিয়োতে বিজেপি কর্মী-সমর্থকদের হুমকি দিতে শোনা যায় পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। সেই ভিডিয়োর কিছু বক্তব্যকে স্পষ্ট হুমকি বলে নির্বাচন কমিশনের কাছে নালিশ করে বিজেপি। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ব্লকে তৃণমূল বিধায়ক বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দেন বলে অভিযোগ। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Editorji Bangla।
আরও পড়ুন: তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় গ্রেফতার আরও ৩
ভিডিয়োতে নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, "যারা কট্টর বিজেপি, যাদের হেলানো যাবে না, তাঁদের চমকাতে হবে। বলবেন, আপনি যদি ভোট দিতে যান, তা হলে ধরে নেব বিজেপি-কে ভোট দেবেন। ভোটের পর আপনি কোথায় থাকবেন, সেটা আপনার নিজের বিষয়। আর আপনি যদি ভোট দতে না যান, তা হলে ধরে নেব, আপনি আমাদের সমর্থন করছেন। আপনি ভাল থাকুন। ব্যবসা করুন, চাকরি করুন, আমরা আপনার সঙ্গে আছি। ক্লিয়ার!"