একদিনের জন্য হেলিকপ্টার ভাড়া করতে ঠিক কত টাকা খরচ! ভোট এলেই এমনই প্রশ্ন ঘোরে অনেকের মাথায়। কোন নেতা কতটা ক্ষমতা, তাও মাপা হয় এই কপ্টারেই। এবার নির্বাচনে এই কপ্টারের সব রেকর্ড কিন্তু ছাপিয়ে যেতে চলেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এরই মধ্যে ১২৭টি হেলিপ্যাড তৈরির আবেদন জমা পড়েছে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে। ফলে বলাই যায়, এবার ভোটের আবহে বাংলার আকাশে পাখির মতো উড়বে কপ্টার।
কমিশনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ১১৬টি হেলিপ্যাডের আবেদন করেছে। বিজেপি ৭টি আবেদন করেছে। অন্যরা ৪টি আবেদন করেছে। ২৯ মে পর্যন্ত নির্বাচনী প্রচার চলবে। এই সংখ্যাটা তাই আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
নির্বাচনের আগে হেলিকপ্টারের ভাড়াও অনেকটাই। লোকসভা নির্বাচন, তাই সব রাজ্যেই হেলিকপ্টার প্রয়োজন সব রাজনৈতিক দলের। এই সময় কপ্টারের ভাড়া কিন্তু আকাশছোঁয়া। নির্বাচনের আবহে একদিন কপ্টারের ভাড়া পড়ে প্রায় ৬-৭ লক্ষ টাকা। চাহিদা বেশি থাকলে দিনে ১০ লক্ষ টাকা দামও অসম্ভব নয়।