শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটে মোতায়েন থাকবে ১০ হাজারেরও বেশি রাজ্য পুলিশ। ভোট গ্রহণের তিন দিন আগেই উত্তরবঙ্গের জেলাগুলিতে পৌঁছে যাবে রাজ্য পুলিশ।
কত রাজ্য পুলিশ মোতায়েন?
কমিশন সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের তিনটি আসনের জন্য মোট ১০ হাজার ৮৭৫ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হবে। তাঁদের মধ্যে ৩৯৫৭ জন সশস্ত্র পুলিশ থাকবেন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ রয়েছে, সেকারণে ১৬ এপ্রিলের মধ্যে পুলিশকর্মীরা নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে যাবে।
তবে শুধু রাজ্য পুলিশ নয়, উত্তরবঙ্গের তিনটি কেন্দ্রে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। আপাতত প্রথম দফায় ২৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন করা নিয়ে আলোচনা হয়েছে। তারমধ্যে শুধুমাত্র কোচবিহারে থাকবে ১১২ কোম্পানি বাহিনী, জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি এবং আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।