গরু পাচার কাণ্ডে (Cattle smuggling) মূল অভিযুক্ত এনামুল হককে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)।
এনামুল হককে দিল্লিতে গ্রেফতার করে ইডি। আজ, শনিবারই তাকে দিল্লির একটি আদলতে পেশ করা হবে। এমনটাই জানা গিয়েছে ইডি সূত্রে। এনামুলকে নিজেদের হেফাজতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
আরও পড়ুন: West Bengal Weather: ফের বৃষ্টির শঙ্কা শহরে
গরু পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২০ সালে প্রথম গ্রেফতার হয় এনামুল। সে সময় তাকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রায় দু’বছর ধরে জেলবন্দি থাকার পর গত জানুয়ারি মাসে এনামুলের জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। এবার ফের গ্রেফতার করা হল তাকে।