এবার শেখ শাহজাহানকে গ্রেফতার করল ইডি। জেলে দীর্ঘ সময় জেরার পর কোনও রকম সহযোগিতা না করায় গ্রেফতার করা হয়েছে। এদিন আদালতের অনুমতি পাওয়ার পরই বসিরহাটের সংশোধনাগারে যান ইডি কর্তারা। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয় তাঁকে।
রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালি গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সমর্থকদের হাতে মার খেতে হয় আধিকারিকদের। ৫৫ দিন নিখোঁজ থাকার পর শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়। তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। কলকাতা হাই কোর্টের নির্দেশে তাঁকে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয় শাহজাহানকে। শনিবার ইডি তাঁকে শ্যোন অ্যারেস্ট করে। তবে গ্রেফতার করা হলেও তাঁকে বসিরহাট জেলেই থাকতে হবে শাহজাহানকে।
রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে শেখ শাহজাহানের সন্দেশখালির সরবেড়িয়ার বাড়িতে তল্লাশি চালায় ইডি। জানুয়ারির প্রথম সপ্তাহে ইডির আধিকারিকদের উপর হামলার অভিযোগ ওঠে। মারধর, ল্যাপটপ ছিনতাইয়ের মত একাধিক অভিযোগ সামনে আসে। এরপরই নয়া মোড় নেয় সন্দেশখালির ঘটনা।