সন্দেশখালি কাণ্ডে সিবিআই ও ইডির তদন্তে 'ভাল' ফল পাওয়া যাবে। এমনই মনে করছেন শাহজাহান শেখ। বৃহস্পতিবার ইডির দফতর থেকে মেডিকেল পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় একথা বলেন বহিষ্কৃত তৃণমূল নেতা।
বুধবার সন্দেশখালিতে একাধিক অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার এই নিয়ে প্রশ্ন করা হয় শাহজাহানকে। তিনি বলেন, "সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে।" আর্থিক অনিয়ম নিয়ে একাধিক মামলা চলছে। কেন্দ্রীয় সংস্থা ইডি তদন্ত করছে। সেই নিয়েও প্রশ্ন করা হয়। শাহজাহান জানিয়েছেন, "সবটাই ভাল হবে।"
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি করতে যায় ইডি। ইডি আধিকারিকদের উপর হামলা হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন শাহজাহান। গত ২৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় তাঁকে। শাহজাহানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিভিন্ন মামলায় সেই সেই তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি।