ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে ৪১ লাখ টকা নগদ বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্র মারফত এই খবর জানা গিয়েছে। এছাড়াও মন্ত্রীর একটি মোবাইল বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। মোবাইলটি সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মন্ত্রীর বাড়িতে CBI
নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হবোলপুরের বাড়িতে হানা দেয় ED। সেসময় বাড়িতে মন্ত্রী না থাকলেও পরে খবর পেয়ে সেখানে পৌঁছন তিনি।
সূত্র মারফত জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে জেরা করে চন্দ্রনাথ সিনহার নাম জানতে পারেন তদন্তকারীরা। সে বিষয়ে বিস্তারিত জানতেই চন্দ্রনাথ সিনহার বাড়িতে তদন্তকারীরা হানা দেয় বলে জানা গিয়েছে।