নিয়োগ দুর্নীতিকাণ্ডের (Recruitment Scam ) তদন্তে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanu Banerjee) ঘনিষ্ট প্রোমোটার অয়ন শীলকে (Ayan Shil) গ্রেফতার করেছে ইডি । প্রায় ৩৭ ঘণ্টা জেরা ও তল্লাশির পর ইডির হাতে অয়নের বিরুদ্ধে একাধিক তথ্য উঠে এসেছে । অভিযোগ, তাঁর কাছ থেকে পুরসভা সংক্রান্ত চাকরির পরীক্ষার একাধিক উত্তরপত্র বা ওএমআর শিটের প্রতিলিপি পাওয়া গিয়েছে । সেইসঙ্গে ২০১২ এবং ২০১৪ সালের টেটের অ্যাডমিট কার্ডও পাওয়া গিয়েছে । ইডি সূত্রে খবর, পেশায় প্রোমোটার অয়ন শীল নাকি তথ্য প্রযুক্তি সংস্থার মালিকও ।
ইডি সূত্রে খবর, অয়ন শীলের আপাতত দুটি কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে । একটি হল এবিএস ইনফোজে প্রাইভেট লিমিটেড, যা একটি তথ্যপ্রযুক্তি সংস্থা হিসেবে নথিভুক্ত । সংস্থার দুই ডিরেক্টর অয়ন শীল ও কাকলি শীল । এখনও তা চালু রয়েছে । অন্য আরেকটি নির্মাণ সংস্থা হিসাবে নথিভুক্ত । এই কোম্পানিরও দুই ডিরেক্টর । অয়নের সঙ্গে নাম রয়েছে শমীক চৌধুরীর । অয়নের নামে আর কোনও কোম্পানি রয়েছে কিনা তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা ।