টানা সাড়ে ১৪ ঘণ্টা তল্লাশি এবং জেরা চালিয়ে শুক্রবার রাত সাড়ে দশটার পর রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়ি থেকে বেরলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা৷ তল্লাশি শুরু হয় সকাল পৌনে নটা নাগাদ। ইডি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর মন্ত্রী জানান, তিনি তদন্তে সহযোগিতা করেছেন৷ যা প্রশ্ন করা হয়েছে, তার উত্তর দিয়েছেন।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই চন্দ্রবাথের মুরারইয়ের বাড়িতে যান ইডির আধিকারিকরা। তল্লাশি শুরুর সময় মন্ত্রী বাড়িতে ছিলেন না৷ খবর পেয়ে তিনি বাড়িতে আসেন। বাড়িতে ঢোকার আগে তিনি জানান, ইডি তাঁকে কোনও আগাম নোটিশ দেয়নি।
ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি করা হয়। কুন্তলের বাড়িতে তল্লাশির সময় একটি রেজিস্টার খাতা পান তদন্তকারী আধিকারিকরা। তাতে ১০০ জন চাকরিপ্রার্থীর নাম ছিল। চন্দ্রনাথের মাধ্যমেই তাঁরা কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে মনে করছে ইডি।