একদিকে দিল্লি যাওয়া রুখতে যেনতেনপ্রকারেণ মরিয়া হয়ে উঠেছেন অনুব্রত মন্ডল। অন্যদিকে, তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই জেলা হাসপাতাল থেকে অনুব্রতকে সংশোধনাগারে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন ইডি-র আইনজীবী। হাইকোর্টে ইডি-র পক্ষ থেকে দাবি করা হয়, অনুব্রত মন্ডল যদি পরে অসুস্থবোধ করেন তাহলে তাঁরা এয়ার অ্যাম্বুলেন্সে করেই তাঁকে দিল্লি এইমসে চিকিৎসার জন্য নিয়ে যাবেন। সেখানেই তাঁর ভালো চিকিৎসা হবে।
অনুব্রতর তরফে তাঁর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে আসানসোল আদালতের নির্দেশে স্থগিতাদেশ চাওয়া হয়। অন্যদিকে, আদালতে করা ইডি-র মৌখিক প্রতিশ্রুতি কেন রেকর্ড করা হল না, তা নিয়ে অনুব্রতর আইনজীবীকে তীব্র তীরস্কার করেন হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী।
শনিবার আদালতে শুনানি চলাকালীন তৃণমূল নেতার আইনজীবী জানান, শারীরিক ভাবে অনুব্রত অসুস্থ। যার প্রেক্ষিতে ইডি জানায় প্রয়োজনে দিল্লি এইমসে চিকিৎসার বন্দোবস্ত হবে অনুব্রতের।