শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় ফের সক্রিয় হল কেন্দ্রীয় এজেন্সি ইডি। মঙ্গলবার এই ঘটনায় গ্রেফতার কুন্তল ঘোষের চিনার পার্কের বাড়িতে তল্লাশি চালালেন ইডির আধিকারিকরা। এদিন সকালে ওই আবাসনে যান তাঁরা। সূত্রের খবর, যে ফ্ল্যাটে কুন্তল ঘোষ থাকতেন, সেখানে বর্তমানে একটি পরিবার থাকে। এছাড়া আবাসনে বাকিদের সঙ্গেও কথা বলেন ইডির কর্তারা।
ইডির দাবি, ওই আবাসনে ফ্ল্যাট রয়েছে গরু পাচার মামলার মূল অভিযুক্ত এনামুল হকেরও। তবে কোন বিষয়ে তদন্ত চালাতে ইডি ওখানে পৌঁছেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ, এই বছরের জানুয়ারি মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে চিনার পার্কের এই আবাসন থেকেই গ্রেফতার করা হয়েছিল বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে।
কুন্তলের গ্রেফতারির পর কেটে গিয়েছে প্রায় ১০ মাস। তারপর কেন আবাসনে ইডির তল্লাশি, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইডি কোন মামলা নিয়ে তদন্ত চালাচ্ছে, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।