সন্দেশখালির শাহজাহান শেখের বিরুদ্ধে প্রথম চার্জশিট ইডির। জমি দখল সংক্রান্ত মামলায় তদন্তের ৫৬ দিন পর তাঁর নামে ১১৩ পাতার চার্জশিট জমা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। ওই চার্জশিটে নাম আছে শাহজাহানের ভাই আলমগির ও তাঁর দুই সঙ্গীর। ইডি সূত্রে খবর, জমি দখল সংক্রান্ত একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন ইডি আধিকারিকরা
দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে ধরা পড়েছেন শাহজাহান শেখ। সোমবার আদালতে শুনানির পর সোমবার ইডির আইনজীবী বলেন, অভিযুক্ত চারজনের বিরুদ্ধে জমি দখল, তোলাবাজির মাধ্যমে সম্পত্তি করার অভিযোগ আছে। এখনও পর্যন্ত ২৬১ কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। আনুমানিক ১৮০ বিঘা জমি দখল করেছেন শাহজাহান। পরে সেই পরিমাণ আরও বাড়তে পারেও বলে জানিয়েছে ইডি।
গত মার্চে শাহজাহান শেখের ১২ কোটি ৭৮ লক্ষ টাকা সম্পত্তি আটক করে ইডি। পরে আরও স্থাবর ও অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়।