নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব ইডির। মঙ্গলবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ডেকে পাঠাল কেন্দ্রীয় সংস্থা।
ইডি সূত্রে খবর, আগামী ১৩ জুন সকাল সাড়ে ১১টায় অভিষেককে হাজিরা দিতে হবে। বৃহস্পতিবারই অভিষেকের কাছে এই নোটিস পৌঁছে গিয়েছে। ঘটনাচক্রে বৃহস্পতিবারই ইডির দফতরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Narula) ডেকে পাঠিয়েছিল ইডি। প্রায় চার ঘণ্টা জেরা করা হয় তাঁকে। রুজিরা বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই অভিষেককে তলব করে ইডি।
আরও পড়ুন: ৮ জুলাই এক দফায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের
নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের চিঠি নিয়ে নাম জড়িয়েছিল অভিষেকের। সেই মামলায় ইডি ও সিবিআই অবিষেককে জেরা করতে পারবে বলে অনুমতি দেয় হাই কোর্ট। ইডি সূত্রে খবর, মঙ্গলবার আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।