মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, চলতি সপ্তাহেই তাঁকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । উল্লেখ্য, দিন কয়েক আগেই নিয়োগ দুর্নীতি মামলায় ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীর হবোলপুরের বাড়িতে হানা দেয় ইডি । প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪১ লাখ টাকা উদ্ধার হয় । মন্ত্রীর একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয় । ওই ফোন থেকে নানারকম তথ্যও উদ্ধার হয়েছে বলে খবর । ইডি সূত্রে জানা গিয়েছে, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই মন্ত্রীকে তলব করা হয়েছে ।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে জেরা করে চন্দ্রনাথ সিনহার নাম জানতে পারেন তদন্তকারীরা। সে বিষয়ে বিস্তারিত জানতেই চন্দ্রনাথ সিনহার বাড়িতে তদন্তকারীরা হানা দেয় বলে জানা গিয়েছে।
ইডি অভিযানের পর মন্ত্রী জানিয়েছিলেন, তিনি তদন্তকারী সংস্থাকে সবরকম সহযোগিতা করবেন ।