গরুপাচার মামলায় বড় সাফল্য পেল ইডি(ED)। এবার অনুব্রত মণ্ডলকে দিল্লি এনে জেরার পক্ষে রায় দিল রাউস অ্যাভিনিউ আদালত(Rousse Avenue Court)। সোমবার আদালত জানায়, প্রয়োজন হলে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি অনুব্রতকে(Anubrata Mondal) দিল্লি এনে জেরা করতে পারবে। তবে সোমবার আদালত এই অনুমতি দিলেও আসানসোল জেল কর্তৃপক্ষ জানায়, অর্ডারের কোনও কপি তাঁরা পাননি। উল্লেখ্য, গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত এখন আসানসোল সংশোধনগারে(Asansol Jail) বন্দি।
ইতিমধ্যেই দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রতর ব্যক্তিগত দেহরক্ষী সায়গল হোসেন(Saigal Hossain)। গরুপাচার মামলায় সায়গলের থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সেই সম্পর্কে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। সায়গলের সঙ্গে একই জেলে আছেন গরু পাচারে মূল অভিযুক্ত এনামুল হক(Enamul Haque), বিএসএফ কম্যান্ড্যান্ট সতীশ কুমার।
আরও পড়ুন- Asansol Stampede Case: আসানসোল কাণ্ডে চৈতালি তিওয়ারিকে নোটিশ, মঙ্গলে জিতেন্দ্র-পত্নীকে জিজ্ঞাসাবাদ
গরু পাচারকাণ্ডে(Cow Smuggling Case) তাঁকে দিল্লিতে জেরার দাবির পাল্টা আবেদন করেন অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করে দিল্লি আদালত(Delhi Court)। বরং মামলাটি পাঠানো হয় রাউস অ্যাভিনিউ আদালতে।