লোকসভা নির্বাচনের প্রচারপর্বে আদর্শ আচরণবিধি মানার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন৷ কোনও দলের তারকা প্রচারকরা যদি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের স্বীকৃতি এবং ভোট প্রতীক বাজেয়াপ্ত করার জন্য পদক্ষেপ করা শুরু হয়েছে।
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সূত্রকে উদ্ধৃত করে একটি প্রতিবেদনে এই খবর দেওয়া হয়েছে৷ ওই প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের জেলাশাসকদের ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী পদক্ষেপ করতে বলা হয়েছে। উল্লেখ্য, জেলাশাসকরা পদাধিকার বলেই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিক।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও রাজনৈতিক দল যদি তাদের তারকার প্রচারকদের আদর্শ আচরণবিধি লঙ্ঘন বন্ধ করতে না পারে, তাহলে নির্বাচনী প্রতীক (সংরক্ষণ ও বরাদ্দ) আদেশ, ১৯৬৮-এর ধারা ১৬-এ ধারায় ওই দলের প্রতীক 'ফ্রিজ' করা এবং স্বীকৃতি বাতিল করা হতে পারে।