দরজায় কড়া নাড়তে শুরু করেছে লোকসভা নির্বাচন। এখনও নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে। এর মধ্যেই জানা গেল, দ্রুত পশ্চিমবঙ্গে আসতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ এই রাজ্যের নির্বাচনের যাবতীয় প্রস্তুতি খুঁটিয়ে দেখবেন তাঁরা।
মার্চের শুরুতেই রাজ্যে আসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচন কমিশনার সহ কমিশনের গুরুত্বপূর্ণ আধিকারিকরা আসবেন পশ্চিমবঙ্গে। পুলিশ-প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনার।
U-19 World Cup 2024 : নামও এক, জার্সি নম্বরও এক, ২২ গজে কে এই নতুন সচিন ? জেনে নিন
খুব দ্রুতই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছেন নির্বাচন কমিশন। কমিশনের তরফে একগুচ্ছ নির্দেশিকা পাঠানো হয়েছে৷ কোনওভাবেই নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে কমিশন।