এখনও উত্তপ্ত সন্দেশখালির পরিস্থিতি। মাঝে মাঝে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষুব্ধরা। তারই মাঝে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ায় পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে সন্দেশখালি।
বসল CCTV ক্যামেরা
ইতিমধ্যে সন্দেশখালি ঢোকার মুখে ধামাখালি রোডের রামপুরের কাছে দুটি অত্যাধুনিক প্রযুক্তির ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়াও সন্দেশখালির উত্তেজনাপ্রবণ এলাকাতেও আরও কয়েকটি ক্যামেরা লাগানো হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি হাই স্পিড ইন্টারনেট পরিষেবার জন্য বিশেষ অ্য়ান্টেনা বসানো হয়েছে।
নির্বাচন চলাকালীন সন্দেশখালির নিরাপত্তা জোরদার করা এবং সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখা কমিশনের কাছে চ্যালেঞ্জের। যেভাবে বিগত কয়েক মাস ধরে বারবার উত্তপ্ত হয়েছে সন্দেশখালি তাতে ভোট চলাকালীন পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তাকর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।