রাজ্যে রেকর্ড গতিতে বাড়ছে কোভিড (Covid) সংক্রমণ। সোমবার থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি (Covid restrictions) করা হয়েছে। এরই মাঝে রয়েছে চার পুরনিগমের নির্বাচন। তবে কি পিছিয়ে যাবে ভোট! সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি বলেন, "ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্যের নির্বাচন কমিশন।"
২২ জানুয়ারি চার পুরনিগমের নির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন (Election Commission)। শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগরে মনোনয়ন জমা দেওয়াও শুরু হয়ে গেছে। রাজ্যে কোভিড নিয়ে বিধিনিষেধ জারির পর নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না মুখ্যসচিব।
আরও পড়ুন: ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো, সন্ধে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন
গত এক সপ্তাহ থেকে রাজ্যে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। এই পরিস্থিতিতে রবিবার সাংবাদিক বৈঠক করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি অফিসেও কমিয়ে দেওয়া হয়েছে উপস্থিতির হার। লোকাল ট্রেনের সময়সীমাও কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত হবে নাইট কার্ফু।