২৬ এপ্রিল তিন কেন্দ্রে ভোট রাজ্যে । তার আগে কোথায় কত কোম্পানি বাহিনী নিয়োগ করা হবে, তা জানিয়ে দিল নির্বাচন কমিশন । দ্বিতীয় দফার ভোটে রাজ্যে মোট ২৯৯ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে । এর মধ্যে সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হবে উত্তর দিনাজপুরে ।
উত্তর দিনাজপুরে মোতায়েন করা হচ্ছে মোট ১১১ কোম্পানি বাহিনী । তার মধ্যে ইসলামপুরে রাখা হচ্ছে ৫১ কোম্পানি বাহিনী ও রায়গঞ্জে ৬০ কোম্পানি বাহিনী থাকছে । এই দুই জায়গায় কুইক রেসপন্স টিম রাখা হচ্ছে যথাক্রমে ৫১ ও ৬০ । তারপরেই রয়েছে দক্ষিণ দিনাজপুর। ৭৩ কোম্পানি বাহিনী ও কুইক রেসপন্স টিম থাকছে ।
অন্যদিকে, দার্জিলিং ও কালিম্পংয়ে বাহিনী থাকছে যথাক্রমে ৫১ কোম্পানি ও ১৬ কোম্পানি । এছাড়া, প্রথম দফায় ভোট হয়ে যাওয়া তিন কেন্দ্রেও দুই কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে । উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোট রয়েছে ২৬ এপ্রিল । এই দফায় ভোট রয়েছে দার্জিলিং , রায়গঞ্জ ও বালুরঘাটে ।