ডুয়ার্সের (Dooars) রাস্তায় চলন্ত স্কুটির সামনে চলে এলো জঙ্গলি দাতাল হাতি (Elephant)। স্কুটি ফেলে দৌড়ে পালিয়ে কোনক্রমে প্রানে বাঁচলেন বেসরকারি সংস্থার এক কর্মী।
মঙ্গলবার দুপুরে গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাস্তায় ঘটনাটি ঘটে। শান্তনু দাস নামের এক বেসরকারি সংস্থার কর্মী গয়েরকাটার দিক থেকে নাথুয়ার দিকে যাচ্ছিলেন। আচমকাই একটি দাতাল জঙ্গল থেকে বেরিয়ে তার স্কুটির সামনে চলে আসে। স্কুটি থেকে পড়ে যায় সেই ব্যক্তি। স্কুটি ফেলে দৌড়ে পালায় সে।
খবর দেওয়া হয় মোরাঘাট রেঞ্জ অফিসে। বন কর্মীদের দিকেও তেড়ে আসে হাতিটি। তারপর রাস্তায় দাঁড়িয়ে থেকেই দলের বাকিদের রাস্তা পারাপার করায় হাতিটি।
স্কুটির চালক শান্তনু দাস বলেন"কাজের জন্য আপন মনে স্কুটি চালিয়ে নাথুয়ার দিকে যাচ্ছিলাম। কোন কিছু বুঝে ওঠার আগেই জঙ্গল থেকে রাস্তার ওপর উঠে আসে বিশাল দাতাল। কোন ক্রমে স্কুটি ফেলে পালিয়ে বেঁচেছি। এমনকি বনকর্মীদের দিকেও তেড়ে আসে জঙ্গলি হাতিটি। হাতির পেছনে তার দল অপেক্ষা করছিল। মনে হচ্ছে দলটিকে পার করার জন্যই সে পাহারায় দাঁড়িয়েছিল। ভগবান কে অশেষ ধন্যবাদ আজকের এই যাত্রায় বাঁচিয়ে দেওয়ার জন্য।"
মোরাঘাট রেঞ্জ সূত্রে খবর, গোটা দিনজুড়েই হাতির দল জঙ্গলের একপাশ থেকে অন্য পাশে পারাপার করে। সেরকমই একটি দল পারাপার করার সময় এক স্কুটি চালক তার সামনে চলে আসে।