সব চেষ্টা ব্যর্থ। বাঁচানো গেল না নাথুয়া রেঞ্জের অন্তর্গত জঙ্গল থাকা অসুস্থ হাতিটির । দীর্ঘ অসুস্থতার পর শুক্রবার ভোরে হাতিটির মৃত্যু হয়েছে।
সংবাদ মাধ্যম এবং গ্রামবাসীদের উদ্যোগে খেরকাটার জঙ্গলে হাতিটির অসুস্থ হওয়ার খবর সামনে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। নাথুয়া রেঞ্জ বনদপ্তরের তরফে চিকিৎসা শুরু হয়।
সেখানেই গত প্রায় ১২-১৫ দিন ধরে চিকিৎসা চলছিল।কিন্তু শেষরক্ষা হল না।
Padatik First Look: অবিকল চাহনি, চশমা! মৃণাল বেশে চঞ্চলকে চেনা দায়, প্রকাশ্যে ‘পদাতিক’এর ফার্স্ট লুক
২ বছর ধরে অসুস্থ ছিল হাতিটি। কিন্তু বনমন্ত্রী জানিয়েছিলেন, হাতিকে লোকেট করা সম্ভব হচ্ছিল না। পরে গুরুমারা জাতীয় উদ্যান থেকে তিনটি কুনকি হাতি এনেও অসুস্থ হাতিটির পাহারার ব্যবস্থা করা হয় প্রসাশনের তরফে। ।