জঙ্গল থেকে লোকালয়ে হাতির (Elephant) চলে আসা বাংলায় নতুন ঘটনা নয়। দুর্গাপুর ৪০ নম্বর ওয়ার্ডের ডিপিএল কলোনি'র আমবাগান এলাকায় দাঁতাল হাতি প্রবেশ করতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনাস্থলে দুর্গাপুর বন দফতরের আধিকারিকরা পৌঁছেছেন। পাশাপাশি কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনীও আছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ডিপিএল এর পরিত্যক্ত উড - ইন্ডাস্ট্রির (Durgapur Wood Industry) পাঁচিল চত্বরের জঙ্গলে প্রবেশ করেছে হাতিটি। তাকে ওই জঙ্গল থেকে বের করে কয়েকশো মিটার দূরে দামোদর নদ পাড় করানোর চেষ্টা চালাচ্ছেন বন দফতরের কর্মীরা। আমবাগান এলাকার বাসিন্দারা স্বাভাবিক ভাবেই আতঙ্কে রয়েছেন।