রামলালের দাদাগিরি অব্যাহত। লড়ি কিমবা ট্রাক দেখলেই প্রকাশ্যে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছানবিন করে নিচ্ছে গাড়ি। পছন্দ হলেই টপাটপ তুলে নিচ্ছে নিজের জন্য। ভাবছেন স্থানীয় কোনও দাপুটে নেতা? না, তবে হাতিটির এই নাম স্থানীয়দেরই দেওয়া।
রামলাল কে নিয়ে অভিযোগ অনেক, তবে তার চারণ ক্ষেত্র একাধিক হওয়ায় বাগে আনা শক্ত। গোটা ঝাড়গ্রাম জেলা, মেদিনীপুরের কিছুটা এমন কি উড়িষ্যা পর্যন্ত তার প্রভাব চলে।
West Bengal Weather Update : রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, বাড়বে গরম
সোমবার বিনপুরের লালগড় ও পরিকাটার মাঝে রাস্তার ওপর ফের রামলালের দাদাগিরি চলল। ফলে সকাল সকাল রাস্তায় যানজট, সাধারণ মানুষের ভোগান্তিও চলল।
সামনে দাঁতাল হাতি দেখে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে সাধারণ মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। দাঁতালকে জঙ্গলে ফেরত পাঠালে আবার রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।