কেউ খুব ধিরে সুস্থে একাই পথ চলছে নিজের মনে, কোথাও আবার সার দিয়ে হাতির (Elephants) পুরো দল জঙ্গলের মধ্যে রাস্তা পারাপারে ব্যস্ত।
হাতির আনাগোনা বাঁকুড়া জেলার (Bankura District) জঙ্গলমহে এখন রোজকার ঘটনা। যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, বছরের অধিকাংশ দিনই হাতির আতঙ্কে রাতের ঘুম উড়েছে বাঁকুড়া জেলার সোনামুখী বেলিয়াতোড় জয়পুর এলাকার বাসিন্দাদের ।
রবিবার পর্যন্ত বাঁকুড়া উত্তর বন বিভাগের সূত্র অনুযায়ী বাঁকুড়া জেলায় মোট ৪৯ টি হাতির অবস্থান রয়েছে বাঁকুড়া উত্তর বন বিভাগের জানিয়েছেন এই মুহূর্তে বড়জোড়া রেঞ্জে চক্রবাইদ মৌজায়-১৮টি হাতে রয়েছে,পাবোয়া মৌজায়-১টি, বাঁকুড়া উত্তর রেঞ্জে কাঁটাপেসিয়া মৌজায়- ১টি,বেলিয়াতোর রেঞ্জে,লাদুনিয়া মৌজায়-৯টি,গঙ্গাজলঘাটি রেঞ্জে জামবোনি মৌজায়-২টি,সোনামুখী রেঞ্জে গোপবন্দি-১৮টি হাতে রয়েছে ।
বাঁকুড়া উত্তর বন বিভাগের পক্ষ থেকে এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে ।