ঝাড়গ্রাম জেলার সীমান্তে এর রাঙ্গামাটি গ্রাম। বলা নেই, কওয়া নেই, রাতে একদল হাতি খাবারের সন্ধানে তাণ্ডব চালাল বেশ কয়েকটি বাড়িতে। রাত ১১ টা নাগাদ গ্রামে ঢুকে বাড়ি ভাঙচুরের পাশাপাশি প্রায় চার বিঘা জমির ধান খেয়ে ফেলে হাতির দলটি..।
গ্রামবাসীর তাড়া খেয়ে প্রথমবার পালালেও রাত্রি ২ নাগাৎ ১১টি হাতির ওই দলটি আবারও ফিরে আসে এবার তাণ্ডব চলে জগেশ হেমরমের বাড়িতে। ৮ - ১০ বস্তা ধান খাওয়ার পাশাপাশি বাড়িতে রাখা একটি মারুতি সুজুকি গাড়ি ভেঙে ফেলে , ভেঙে ফেলে বাড়ির বেশকিছু অংশও । ভোর পাঁচটা পর্যন্ত চলে এই তাণ্ডব।
আতঙ্কিত গ্রামবাসী বন দফতরে ফোন করলেও দেখা মেলেনি কোনও আধিকারিকের ।
দীর্ঘ প্রায় দু বছর ধরে করোণর ফলে হাতে কোনও কাজই নেই এই সব পরিবারের। অতিরিক্ত বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের ধান... যতটুকু বাঁচানো সম্ভব হয়েছিলো সেই ফসল বাড়িতে তুললেও এক রাতেই সমস্ত কিছু শেষ ।
তবে শেষ খবর অনুযায়ী হাতির দলটি এখনো রয়েছে রাঙামাটির জঙ্গলে।