প্রয়াত শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী। দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার শিবপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭।
পাঁচবারের বিধায়ক এই মানুষটির রাজনীতিতে হাতেখড়ি ছাত্র পরিষদের হাত ধরে। এরপর কংগ্রেসের হাত ধরেই জটু(Jatu Lahiri Passes Away) শিবপুর থেকে প্রথমবার ভোটে জেতেন ১৯৯১ সালে। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কংগ্রেসে থাকলেও তৃণমূল তৈরি হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখান। এরপর ২০০১ সালে জোড়াফুল প্রতীকে লড়েও বিপুল জয় পান জটু লাহিড়ী। তবে ২০০৬ সালে ব্যাপক 'লাল ঝড়'-এ প্রথমবার হারের মুখ দেখেন জটু।
আরও পড়ুন- Tripura Assembly Election 2023: ভোটগ্রহণ শুরু হতেই অশান্তি ত্রিপুরায়, ভোটারদের বাধার অভিযোগ সিপিএমের
কিন্তু ২০১১ এবং ২০১৬ সালে আবারও শিবপুরের মানুষ তাঁকেই জয়যুক্ত করেন। টানা পাঁচবার শিবপুরের এই বিধায়ক একসময় হাওড়া পুরসভার কাউন্সিলরও ছিলেন। তবে ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সক্রিয় রাজনীতি থেকে হারিয়ে যান জটু লাহিড়ী।