কালিয়াগঞ্জ পুরসভায় (Kaliagunj) ভোট দিতে এসে ধরা পড়ল ভুয়ো ভোটার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) কালিয়াগঞ্জ পুরসভায়। বাম প্রার্থী ঐশানী বাগচী এবং বাম কর্মীরা হাতনাতে ধরলেন ওই ভুয়ো ভোটারকে(False Voter)। কালিয়াগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ৫৫ নম্বর বুথের ঘটনা।
হঠাৎ করেই ৫৫ নম্বর বুথ এক যুবককে বেরোতে দেখে চিৎকার করে ওঠেন বাম প্রার্থী ঐশানী বাগচী। ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করতেই জামা খুলে পালাতে থাকেন। পিছনে তাড়া করে তাঁকে ধরে ফেলা হয়। নিয়ে যাওয়া হয় প্রিসাইডিং অফিসারের কাছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম নির্মল কুমার বনিক। তাঁকে বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে বলতে পারেননি। তারপর ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: কাঁথিতে দফায় দফায় সংঘর্ষ বিজেপি-তৃণমূলে, ভোটলুঠের অভিযোগ শুভেন্দু অধিকারীর
এদিন পুরভোটের শেষ লগ্নে ব্যাপক গণ্ডগোল হয় উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভাতেও। কংগ্রেস কর্মীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মেরে বুথ থেকে বের করে দেয়। এর ফলে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। ডালখোলা থানার বিশাল পুলিশ বাহিনি আসে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। পুলিশও পালটা লাঠিচার্জ করে। ঘটনাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।