কন্যাসন্তান জন্মগ্রহণ করার পরই মৃত্যু হয় মায়ের। অন্যদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়েই আত্মঘাতী হন তাঁর স্বামী। বাবা-মা কে হারিয়ে কালনা মহকুমা হাসপাতালেই ঠাঁই মিলেছে ওই শিশুর। একরত্তির বড় হচ্ছে নার্সদের কোলে।
গত ২৬ এপ্রিল কালনা মহকুমা হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন অন্তরা বিশ্বাস নামে এক গৃহবধূ। সন্তানের জন্মগ্রহণের কয়েকঘণ্টা পরেই মৃত্যু হয় তাঁর। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী হন ওই সন্তানের বাবা। তারপর থেকে ওই শিশুকন্যা বড় হচ্ছে হাসপাতালেই। ভালোবেসে তার নাম রাখা হয়েছে 'কথা'। আর তাকে বড় করার দায়িত্ব নিয়েছেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা।
নার্সদের কয়েকজন জানিয়েছেন, কথা-র জন্মের প্রথমের দিকে তার পরিবারের কয়েকজন দেখতে এসেছিলেন। কিন্তু এখন আর কেউ আসেন না। ইতিমধ্যে ওই শিশুকন্যার জন্য একটি সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে। কিছুদিনের মধ্যেই ছোট্ট 'কথা'-কে সেখানে নিয়ে যাওয়া হবে।