ফের নতুন অতিথি কোচবিহারের রসিকবিল মিনি জ়ু-তে। দিন কয়েকের ব্যবধানে এই নিয়ে মোট সাতটি ছোট্ট ছোট্ট চিতা শাবকের জন্ম হল এই চিড়িয়াখানায়। এর মধ্যে তিন সন্তানের জন্ম দিয়েছে রিমঝিম। আর বাকি চার সন্তানের মা হয়েছে গরিমা।
কোচবিহারের এডিএফও বিজনকুমার নাথ জানিয়েছেন, 'নতুন সাতটি অতিথিই সুস্থ রয়েছে। সবসময় মায়েদের কাছাকাছিই থাকছে তারা। দুই মা চিতাবাঘও ভাল আছে।'
আরও পড়ুন - রবি-সোম বিক্ষিপ্ত বৃষ্টি, কবে থেকে হাওয়া বদলের সম্ভাবনা? জেনে নিন ওয়েদার রিপোর্ট
নতুন সাত অতিথিদের নিয়ে এখন ওই চিড়িয়াখানায় চিতাবাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২টি। যদিও এই বিপুল সংখ্যক চিতা থাকার কারণে পুর্নবাসন কেন্দ্রে জায়গার সমস্যা হবে না বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।