শারদীয়া শেষ, এবার মর্ত্যে পূজিত হবেন ধন সম্পদের দেবী লক্ষ্মী। ইতিমধ্যেই বাংলার ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজোর তোড়জোড়। তার আগে একেবারে অন্য ছবি ধরা পড়ল কোচবিহার জেলার তুফানগঞ্জে। সচরাচর এই দৃশ্য দেখা যায় না। কোচবিহারের তুফানগঞ্জের চিলখানার মহিলা মৃৎশিল্পীরা নিজেদের হাতে গড়ছেন লক্ষ্মী দেবীর মূর্তি। তারা এখন বেজায় ব্যস্ত, তাদের কার্যত দম ফেলার জো নেই৷
এই প্রসঙ্গে ওই এলাকারই মহিলা শিল্পীরা আন্না পাল, যমুনা পাল, ঝর্ণা পালরা বলেন,এবার লক্ষ্মী মূর্তি কম তৈরি করা হয়েছে। কৃষ্ণনগরের মূর্তি বাজারে আসায় তাদের বিক্রি কমেছে। তাদের কথায় এখন দেড়শো দু'শো মূর্তি তৈরী করা হয়। কিছু পাইকারি আর কিছু খুচরো বিক্রি হয়। এছাড়া তাদের তৈরি প্রতিমা শিলিগুড়ির পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও পাড়ি দেয়। তবে এখন জিনিসের দাম বেড়ে যাওয়ায় খরচও বাড়ছে। সব মিলিয়ে লক্ষ্মীদের হাতেই তৈরি হচ্ছে লক্ষ্মী প্রতিমা এই ছবি বেশ নতুন।